এবার সংক্রমণ ছাড়াল সাড়ে ১০ হাজার, শনাক্তের হার ২৬%
২০ জানুয়ারি ২০২২ ১৬:৪৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৭:০১
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ ফের ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১০ হাজার ৮৮৮। এর আগে গত ১২ আগস্ট দেশে ১০ হাজার ১২৬ জনের শরীরে করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছিল। এরপর গত পাঁচ মাসেরও বেশি সময় পর আবার ১০ হাজার ছাড়াল এই সংক্রমণ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার পাওয়া গেছে ২৬ দশমিক ৩৭ শতাংশ। এর আগে গত ৬ আগস্ট দেশে সংক্রমণের এই হার ছিল ২৬ শতাংশের বেশি। এর প্রায় সাড়ে পাঁচ মাস পর ফের শনাক্তের হার ছাড়িয়ে গেল ২৬ শতাংশ।
নতুন সংক্রমণ ও শনাক্তের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যু কমেছে। আগের দিন ১২ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫৭টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৪টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৬টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ৪০ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ২৯২টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ২০ লাখ ৭ হাজার ৫৮১টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৩২ হাজার ১৯০টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৭ লাখ ৭৫ হাজার ৩৯১টি।
১৬৩ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড
দেশে আগের দিন ৯ হাজার ৫০০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টাতেও এ সংখ্যা আরও এক দফায় বেড়েছে হাজারেরও বেশি। এবারে সংক্রমণ বেড়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৮৮ জনে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনের শরীরে।
এর আগে, গত ১২ আগস্ট দেশে ১০ হাজার ১২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর এই প্রথম আবার একদিনে নতুন সংক্রমণ ছাড়াল ১০ হাজার। অন্যদিকে গত ১০ আগস্ট ১১ হাজার ১৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপরের ১৬৩ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৫ আগস্টের পর সর্বোচ্চ
আগের দিন দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
পরিসংখ্যান বলছে, এর আগে গত ৬ আগস্ট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৬ দশমিক ২৫ শতাংশ। এরপর এই প্রথম শনাক্তের হার ২৬ শতাংশ অতিক্রম করল। অন্যদিকে ৫ আগস্ট সংক্রমণ শনাক্তের হার ছিল ২৭ দশমিক ১২ শতাংশ। এর পরের সাড়ে পাঁচ মাসে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের হার।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪৭৩ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ০৫ শতাংশ।
২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু
গত ২৪ ঘণ্টাতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ১৮০ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত এই চার জনের মধ্যে তিন জন নারী, এক জন পুরুষ। এই চার জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যু শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে
গত ২৪ ঘণ্টায় যে ৪ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের দুই জন ঢাকা বিভাগের, দুই জন চট্টগ্রাম বিভাগের। দেশের বাকি ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।
অন্যদিকে, ২১ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪০ বছর, ৫১ থেকে ৬০ বছর ও ৬১ থেকে ৭০ বছর বয়সী এক জন করে মারা গেছেন এই সময়ে।
সারাবাংলা/টিআর