চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ম্যুরাল
সারাবাংলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২২ ১৫:৫৫
২০ জানুয়ারি ২০২২ ১৫:৫৫
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জননেত্রী শেখ হাসিনা হলের’ সামনে এ ম্যুরালটি নির্মাণ করেছে চবি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ম্যুরাল উন্মোচন করেন। এসময় উপ-উপাচার্য (একাডেমিক) বেনু কুমার দে, হলের প্রভোস্ট এ কে এম রেজাউর রহমানসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপাচার্য বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, মানবতার নেত্রী, উন্নয়নের নেত্রী। তার দক্ষ দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্ব দরবারে রোল মডেল। দেশের উন্নয়ন-সমৃদ্ধির অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।’
সারাবাংলা/আরডি/একে