Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ১৩:৪৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৫:২৮

ছবি: সারাবাংলা

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ রেল স্টেশনে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটো চাকা ও দুটি বগি লাইনচ্যুত হয়। শ্রীপুর রেল স্টেশন মাস্টার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১২মিনিটে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, কাওরাইদ রেল স্টেশন এলাকায় রেল লাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকরীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠের অংশ সরিয়ে ফেলে। বিষয়টি কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেননি তারা। এদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেন কর্মরত স্টেশন মাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছে। তবে রেল স্টেশনের এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও জানিয়েছেন হারুন অর রশিদ।

সারাবাংলা/এনএস

মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর