Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও করোনায় আক্রান্ত নিখিল

সারাবাংলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২২ ১৩:২৪

মো. মাইনুল হোসেন খান নিখিল, ফাইল ছবি

ঢাকা: যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিন ধরে হালকা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান তিনি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) তার পারিবারিক সূত্রেও এ তথ্য জানা যায়।

এ বিষয়ে জয়দেব নন্দী জানান, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৮ জানুয়ারি শারিরীক অসুস্থতা অনুভব করায় তাকে আলোক হেলথকেয়ার সেন্টারে করোনার টেস্ট করতে দেন। পরে গতকাল ১৯ জানুয়ারি টেস্টের রেজাল্ট পজেটিভ আসে। তিনি বাসায় হোম কোয়ারেনটাইনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন জয়দেব নন্দী।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস মাইনুল হোসেন খান নিখিল যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর