Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্ত করে সরকার যে সিদ্ধান্ত দেবে, মেনে নেব: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ২২:১৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ২২:৫৩

ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি ও হামলার বিষয়ে নিজের কোনো দোষ থাকলে তদন্তের মাধ্যমে সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৯ জানুয়ারি) ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেন নিয়েছিলাম। শুধু তাদের কাছে কিছুদিন সময় চেয়েছি। তারপরও শিক্ষার্থীরা আন্দোলন চলমান রাখেন। পরে প্রশাসন ও শিক্ষক প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তারা আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে তা প্রত্যাখ্যান করে।

শাবিপ্রবি উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সবশেষ যে ঘটনা ঘটেছে, তাতে আমরা বিব্রত ও মর্মাহত। আমি চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এ ঘটনায় আমার যদি কোনো দোষ থাকে তাহলে সরকার তদন্ত করে দেখুক। তদন্ত কমিটি আমার কোনো ধরনের অন্যায় পেলে সরকার যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নিতে রাজি। কে বা কারা পুলিশের ওপর এ হামলা করেছে, তা খতিয়ে দেখতে আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি।

এদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত ২৪ শাবিপ্রবি শিক্ষার্থী। এর মধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে শিক্ষাথী। বুধবার বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন শাবিপ্রবি উপাচার্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর