Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাসি‌ক নির্বাচ‌নে নৌকার বিজয় গণমানুষের বিজয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ২১:৩৩

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে নৌকার বিজয় গণমানুষের বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুভেচ্ছা জানাতে জেলা শহ‌রের দেওভোগ এলাকায় তার বাসভবনে গিয়ে মন্ত্রী এসব কথা ব‌লেন।

নাসিক নির্বাচনে ফের মেয়র নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তি‌নি ব‌লেন, আগামী তিন চার মাসের মধ্যে শীতলক্ষ্যায় কদম রসূল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আরও ৫ বছর মানুষের জন্য কাজ করতে পারব ভেবে আনন্দ হচ্ছে।

স্থানীয় রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, তিনি ক্ষুদ্র নেতা। এসব দেখার জন্য দলের নেত্রী আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এটা তারা দেখবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লীগের জাতীয় ক‌মি‌টির সদস্য অ্যাড‌ভো‌কেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আব্দুল কা‌দির, রূপগঞ্জ উপ‌জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ নাসিক নির্বাচন বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক