Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে শীতবস্ত্র বিতরণ

সারাবাংলা ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২ ১৯:৫৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৯:৫৪

লালমনিরহাট জেলায় দুঃস্থ-অসহায় মানুষকে শীতবস্ত্র দিয়েছে ২০০২ ও ২০০৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফেসবুকভিত্তিক একটি যৌথগ্রুপ। প্রায় ৪৭ হাজার সদস্যের এই সংগঠন কর্মসূচির নাম দিয়েছে ‘ওয়ার্ম লাভ’।

বুধবার (১৯ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা। এসময় গ্রুপের সদস্য হিসেবে সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ, রবিউল ইসলাম ও আকিবুল হন এবং কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেসবুকভিত্তিক যৌথ গ্রুপটির মডারেটর জয়নাল আবেদিন জয়ের নেতৃত্বে প্রায় ১৭০০ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এসময় গ্রুপের ভোকাল ফয়সাল বিন আলম, সদস্য ওমর ফারুক, ফয়জুল্লাহ সজল, সোহেলি রহমান, মুসফিকুর রহমান ও রুমি আহমেদ ছিলেন।

সারাবাংলা/টিআর

শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর