Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির হল থেকে গ্রেফতার ছাত্রলীগ নেতা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১৭:৩৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৭:৪০

ঢাকা: চাঁদাবাজির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হল থেকে গ্রেফতার ছাত্রলীগ নেতা আল-আমিনের জিজ্ঞেসাবাদের জন্য একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) শাহবাগ থানা পুলিশ আল-আমিনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ রিমান্ডের আদেশ দেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানান।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হলের ১০২নং কক্ষ থেকে ছাত্রলীগ নেতা আল আমিন খানকে গ্রেফতার করা হয়।

আসামির বিরুদ্ধে বিভিন্ন সময়ে হলের দোকানদারদের পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে বলে জানা যায়।

সারাবাংলা/এআই/একে

ছাত্রলীগ নেতা টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় রিমান্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর