সংক্রমণ আরও বেড়ে সাড়ে ৯ হাজার, মৃত্যু ১২
১৯ জানুয়ারি ২০২২ ১৬:২৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৬:৫৬
দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। আগের দিন ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫০০।
এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে মারা যান ১০ জন।
এদিকে নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। আগের দিনের ২৩ দশমিক ৯৮ শতাংশের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ।
বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৩টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৫টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ৩৭ হাজার ৫৭৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৮৩০টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ১৩ হাজার ১১১টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৭ লাখ ৫৩ হাজার ১৭৮টি।
নতুন সংক্রমণ বাড়ছেই
দেশে আগের দিন ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টাতেও এ সংখ্যা আরও এক দফা বেড়েছে। এবারে সংক্রমণ বেড়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫০০ জনে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনের শরীরে।
শনাক্তের হার ২৫ শতাংশ
আগের দিন দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা কমে হয়েছে ৪৭৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।
২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু
গত ২৪ ঘণ্টাতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ১৭৬ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে দশ জন পুরুষ, দুই জন নারী। এর মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং একজন বাসায় মারা গেছেন।
বয়স ও বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে ১২ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ২ জন করে বয়স ৬১ থেকে ৭০ বছর, ৭১ থেকে ৮০ বছর ও ৮১ থেকে ৯০ বছর।
এদিকে, গত ২৪ ঘণ্টাতে মৃত ১২ জনের মধ্যে ৮ জনই ঢাকা বিভাগের। বাকি দুই জন মারা গেছেন চট্টগ্রামে এবং একজন মারা গেছেন রাজশাহী বিভাগে। দেশের বাকি পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।
সারাবাংলা/এসএসএ