Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুইমারাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১৩:৫৬

খাগড়াছড়ি: গুইমারাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় মানিকছড়ি থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী ট্রাক গুইমারা উপজেলার বুদংপাড়া রবি টাওয়ার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা উদ্ধার অভিযান শুরু করে। এ সময় চালক মেহেদী প্রকাশ লাভলুকে জীবিত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান। গাড়িতে থাকা অপর দুই যাত্রী মানিকছড়ি উপজেলার বিশিষ্ট চাল ব্যবসায়ী জীবন মজুমদার (৫৫) ও তার ছেলে রাতিফ মজুমদার (১৪) ঘটনাস্থলেই নিহত হন। প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ইউনিটের কর্মীরা।

বিজ্ঞাপন

গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/এএম

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর