Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বহিষ্কার করলেও দল পরিবর্তন করব না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১২:৪৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৭:০২

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: দল থেকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন বিএনপির সকল পদ থেকে বহিষ্কৃত নেতা ও নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌ন নির্বাচ‌নে পরা‌জিত স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহ‌রের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম’র বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান থাকবে- আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতির বাক্স।’

বিএনপি থেকে বহিষ্কারের ব্যাপারে তৈমুর বলেন, ‘আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ পদবী দরকার হয় না। আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে কেউ জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। তাই দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোন প্লাটফর্মে যাব না। দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো ক্ষোভ নেই।’

সারাবাংলা/এনএস

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার টপ নিউজ নারায়ণগঞ্জ বিএনপি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর