করোনা সংক্রমণ: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১২:৩৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৭:০৩
১৯ জানুয়ারি ২০২২ ১২:৩৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৭:০৩
ঢাকা: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেন।
রিটে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
এদিকে দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বুধবার (১৯ জানুয়ারি) থেকে ভার্চুয়ালি চলছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি শুরু হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ