ছাত্রলীগ নেতাকে আটকের পর জানা গেল অস্ত্রটি খেলনা
১৯ জানুয়ারি ২০২২ ১১:১৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১১:১৬
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলের একটি কক্ষ থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে হল প্রশাসন। এ সময় তার কক্ষ থেকে পিস্তল ও হকিস্টিক জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়। পরে পিস্তলটি খেলনার বলে শনাক্ত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।
আটককৃত ছাত্রলীগ নেতার নাম আল আমিন হোসেন (রাজন)। ঢাবির সূর্যসেন হলের ১০২ নম্বর কক্ষ তল্লাশি করে অস্ত্রসহ গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতার নাম আল আমিন হোসেনের ওই কক্ষে তল্লাশি করে সূর্যসেন হল প্রশাসন। এ সময় তার কক্ষ থেকে পিস্তল ও হকিস্টিক জব্দ করা হয়। পরে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী ওই পিস্তলটিকে খেলনার বলে শনাক্ত করেন। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
তিনি আরও বলেন, অবৈধভাবে হলে অবস্থান, খেলনার অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাই— এই ৪টি অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সূর্যসেন হলের ১০২ নম্বর কক্ষ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি হকিস্টিক ও ১টি এস এস পাইপ উদ্ধার করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মো. আল আমিন হোসেন নামে একজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
সারাবাংলা/এনএস
আল আমিন হোসেন (রাজন) ছাত্রলীগ নেতা আটক টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়