কুমিল্লার ২ শতাধিক দোকানে নিবন্ধন পায়নি ভ্যাট গোয়েন্দা
১৮ জানুয়ারি ২০২২ ১৯:৫৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ০০:২৪
ঢাকা: কুমিল্লা শহরের প্ল্যানেট এসআর মার্কেট ও ময়নামতি সুপার মার্কেটে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযানে এই দুই মার্কেটের দুই শতাধিক দোকানে ভ্যাট নিবন্ধন পাওয়া যায়নি। এমনকি ভ্যাট জমা দেওয়ার কোনো প্রমাণও দেখাতে পারেননি এসব দোকানের মালিকরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
ড. মইনুল খান জানান, ১৭ জানুয়ারি কুমিল্লা শহরের দুইটি মার্কেট জরিপ করেন ভ্যাট গোয়েন্দা। মার্কেট দু’টিতে কোনো প্রতিষ্ঠানই নিবন্ধন নেয়নি। এমনকি তারা সরকারি কোষাগারে কোনো ভ্যাটও দেয় না। তাই মার্কেট দু’টির ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মূসক নিবন্ধন না নেওয়ার জন্য আইনি ব্যবস্থা নিতে কুমিল্লা ভ্যাট কমিশনারেটকে অনুরোধ করা হয়েছে।
ভ্যাট গোয়েন্দা অধিদফতর সূত্র জানিয়েছে, কুমিল্লার প্ল্যানেট এসআর মার্কেট চালু হয় ২০২০ সালের ১৬ ডিসেম্বর। এই মার্কেটে মোট ৮০টি দোকান রয়েছে। ভ্যাট গোয়েন্দার পরিদর্শনের সময় ৫৬টি দোকান খোলা পাওয়া যায়। এগুলোর কোনোটিতে ভ্যাট নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। মার্কেটের কোনো প্রতিষ্ঠানই ভ্যাট নিবন্ধনও নেয়নি।
অন্যদিকে ময়নামতি সুপার মার্কেটে অভিযানের সময় মোট ১২০টি দোকানের মধ্যে ৬৪টি দোকান খোলা পাওয়া যায়। এর কোনোটিরই ভ্যাট নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি।
এর আগে, ২০২১ সালের ২৫ থেকে ৩১ মে ভ্যাট গোয়েন্দা অধিদফতরের চারটি জরিপ দল মাঠে নেমে রাজধানী ও রাজধানীর বাইরের মার্কেটগুলোতে জরিপ কার্যক্রম শুরু করে। জরিপ পরবর্তী সময়ে দেশে ভ্যাট নিবন্ধন গ্রহণে ব্যাপকভাবে সাড়া পাওয়া যায় বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সারাবাংলা/এসজে/টিআর