তৈমুর ও এ টি এম কামালকে বিএনপি থেকে বহিষ্কার!
১৮ জানুয়ারি ২০২২ ২৩:৫৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ০০:০৫
ঢাকা: জেলা কমিটিসহ চেয়ারপারসনের উপদেষ্টার পদ আগেই হারিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া তৈমুর আলম খন্দকার। এবার দল থেকেই বহিষ্কার করা হয়েছে তাকে। একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকেও।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে। সূত্র বলছে, নারায়ণগঞ্জ বিএনপির এই দুই নেতার দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএনপির দফতর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কেন্দ্রীয় একাধিক নেতা এ সিদ্ধান্তের কথা শুনেছেন বলে জানিয়েছেন সারাবাংলাকে। বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার নিজেও এ কথা শুনেছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন- অব্যাহতি দিয়ে দল উপকার করেছে: তৈমুর
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তৈমুর আলম খন্দকার সারাবাংলাকে বলেন, দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। দল থেকে আমাকে কিছু জানানো হয়ও না। আপনাদের (গণমাধ্যমকর্মী) মাধ্যমেই বিভিন্ন তথ্য পেয়ে থাকি। আজকেও শুনেছি, দলের প্রাথমিক সদস্যপদও নাকি কেড়ে নেওয়া হয়েছে।
তৈমুর আলম খন্দকার আরও বলেন, নারায়ণঞ্জ বিএনপির রাজনীতিতে এখন মহামারি চলছে। এই মহামারির অবসান কীভাবে হবে, জানি না।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, নারায়ণগঞ্জের দুই নেতাকে দল থেকে বহিষ্কারের কথা শুনেছি। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত থাকলে এ বিষয়ে দফতর ভালো বলতে পারবে।
এ বিষয়ে জানতে বিএনপির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। জানতে চাইলে সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সারাবাংলাকে বলেন, ‘আমিও এ তথ্য শুনেছি।’ তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ক’দিন ধরেই আলোচনায় রয়েছেন তৈমুর আলম খন্দকার। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করলেও তৈমুর আলম খন্দকার এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে অবশ্য আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে হেরে গেছেন তিনি।
দল নির্বাচন বর্জন করলেও প্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও অব্যাহতি দেয় বিএনপি। ওই নির্বাচনে এ টি এম কামাল প্রত্যক্ষভাবে তৈমুরের পক্ষে কাজ করেছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, এ কারণেই তৈমুরের পাশাপাশি এ টি এম কামালকেও দল থেকে স্থায়ী বহিষ্কৃত হওয়ার ভাগ্য বরণ করতে হচ্ছে।
সারাবাংলা/এজেড/টিআর