Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি— মামলা প্রত্যাহারে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ২০:৩৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২১:১৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (শাবিপ্রবি) বিরুদ্ধে ‘গুলিবর্ষণ, হত্যা ও মারধরে’র অভিযোগে আনীত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই মামলা প্রত্যাহারে রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে আল্টিমেটামও দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার রাত ১০টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান আন্দোলনরত শিক্ষার্থীদের অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়েছে, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে। গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের কর্তব্যকাজে শিক্ষার্থীরা বাধা দেয়।

এজাহারে আরও বলা হয়েছে, ২০০ থেকে ৩০০ উশৃঙ্খল শিক্ষার্থী হঠাৎ কর্তব্যরত পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের ওপর চড়াও হন। কর্তব্যরত পুলিশের সরকারি আগ্নেয়াস্ত্র ধরে টানাটানি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে ৩১টি শটগানের গুলি ও ২১টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, আমরা মামলা গ্রহণ করেছি। ঘটনার তদন্তের জন্য জালালাবাদ থানার এসআই মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা দুই থেকে তিনশ শিক্ষার্থীর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। তবে মামলায় কাউকে আটক করা হবে না।

বিজ্ঞাপন

এর আগে, অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। পরে সেই আন্দোলনে উপাচার্যের পদত্যাগের দাবিও যুক্ত হয়।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

আলটিমেটাম টপ নিউজ মামলা প্রত্যাহার শাবিপ্রবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর