Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্টিকাণ্ডে সমালোচিত বরিস বললেন, ‘কেউ আমাকে সতর্ক করেনি’

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২ ২০:৪৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২০:৫১

যুক্তরাজ্যে করোনাকালীন প্রথম লকডাউনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদ্যপানের পার্টি করে সমালোচিত বরিস জনসন। গত সপ্তাহে পার্লামেন্ট সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে এবার আত্মপক্ষ সমর্থন করে বরিস জনসন বলেছেন, লকডাউনে ঘরোয়া পার্টি করা যাবে না, এমন কোনো বিধিনিষেধের ব্যাপারে কেউ তাকে সতর্ক করেনি।

এর আগে অবশ্য বরিস জনসনের সাবেক সহকারী ডোমনিক কামিনস তার এক ব্লগে দাবি করেন, লকডাউন চলাকালে মদ্যপানের পার্টি করার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন তিনি। তবে বরিস জনসন সতর্কবার্তায় কর্ণপাত না করে তার কার্যালয়ে পার্টির আয়োজন করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জানুয়ারি) উত্তর লন্ডনের একটি হাসপাতালে সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মপক্ষ সমর্থন করেন বরিস জনসন। এসময় তিনি কামিনসের দাবিটিকে উড়িয়ে দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ আমাকে সতর্ক করেনি। কেউ আমাকে বলেনি যে লকডাউনের সময় মদ্যপানের পার্টি আইন বিরোধী কাজ। কেউ আমাকে বললে সেটা আমার মনে থাকত।’

২০২০ সালের মে মাসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে একটি পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। সে সময় তার দেশে করোনাভাইরাস মহামারিকালীন কঠোর বিধিনিষেধ চলছিল। বিধিনিষেধের আওতায় সব রকমের পার্টি নিষিদ্ধ ছিল। তবে লকডাউনের সময় বিধিনিষেধ অমান্য করে ওই পার্টি করার খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয়। শুরুতে তা অস্বীকার করেন বরিস। পরে ওই পার্টিতে উপস্থিত থাকার কথা গত সপ্তাহে স্বীকার করে পার্লামেন্টে ক্ষমা চান তিনি। পার্লামেন্টে বরিস জনসন স্বীকারোক্তিতে জানান, ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসায় আয়োজিত পার্টিতে শতাধিক অতিথি ছিলেন। সে সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর বাইরেও একাধিক পার্টি করে যুক্তরাজ্যে সমালোচিত বরিস জনসন। ডিউক অব এডিনবরা এবং রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের সন্ধ্যায় পার্টি করার খবরও প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। তীব্র সমালোচনার মুখে রানির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

গোটা ঘটনার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তা সু গ্রেকে।  মঙ্গলবার উত্তর লন্ডনে এ ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, পার্টিকাণ্ডে পার্লামেন্ট সদস্যদের বিভ্রান্ত করার বিষয়টি প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন কি না। প্রশ্নের জবাবে বরিস জনসন বলেন, ‘তদন্ত প্রতিবেদনে কি আসে আগে সেটা দেখা যাক।’

আরও পড়ুন

সারাবাংলা/আইই

টপ নিউজ বরিস জনসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর