Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪৮ দিন পর নমুনা পরীক্ষা ছাড়াল ৩৫ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৯:২৭

ঢাকা: সর্বশেষ ২০২০ সালের ২৩ আগস্ট দেশে ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করে পাঁচ হাজার ৭১৭ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ১৪৮ দিন পর আজ ১৮ জানুয়ারি (মঙ্গলবার) দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজারের বেশি। এদিন ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করে আট হাজার ৪০৭ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে ১৩ আগস্ট আট হাজার ৪৬৫জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। সর্বশেষ ১১ আগস্ট দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের দৈনিক হার ছিল ২৩ দশমিক ৪৫৩ শতাংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ সংক্রমিত হয়ে আরও ১০ জনের মৃত্যুর তথ্যও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৫৫টি ল্যাবে ৩৫ হাজার ৯১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মাঝে ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়। দেশে এখন পর্যন্ত এক কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মাঝে ৮১ লাখ ৯৪ হাজার ২৯১টি নমুনা সরকারি ও ৩৭ লাখ ৩৪ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা বেসরকারিভাবে করা হয়েছে।

দেশে গত ৯০ দিনের (২১ অক্টোবর থেকে ১৮ জানুয়ারি) নমুনা পরীক্ষার তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনের মাঝে পাঁচ দিন নমুনা পরীক্ষার সংখ্যা ২০ হাজারের কম ছিল। বাকি ৮২ দিনের মাঝে মাত্র ১৭ দিন নমুনা পরীক্ষার সংখ্যা ২০ হাজারের বেশি ছিল। এই ৯০ দিনে দেশে সর্বনিম্ম ১৩ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয় ৬ নভেম্বর।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ আগের দিনের চেয়ে প্রায় দুই হাজার বেড়েছে। আগের দিনের ৬ হাজার ৬৭৬ জনের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৮ হাজার ৪০৭। গত ১৩ আগস্টের পর এই প্রথম সংক্রমণ ৮ হাজার ছাড়াল।

এদিকে, গত ২৪ ঘণ্টাতেও আগের দিনের মতো করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১০ জন। অন্যদিকে এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। গত ১১ আগস্টের পর এই প্রথম শনাক্তের হার ছাড়াল ২৩ শতাংশের ঘর।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৪৭৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞাপন

আগের দিনের মতোই দেশে গত ২৪ ঘণ্টাতেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ১৬৪ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে আট জন পুরুষ, দুই জন নারী। এর মধ্যে সাত জন সরকারি ও তিন জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় যে ১০ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে চার জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, আরও চার জনের বয়স ৬১ থেকে ৭০ বছর। এছাড়া ৭১ থেকে ৮০ বছর ও ৮১ থেকে ৯০ বছর বয়সী এক জন করে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

এদিকে, আগের দিনের মতোই গত ২৪ ঘণ্টাতেও মৃত ১০ জনের মধ্যে সাত জনই ঢাকা বিভাগের। বাকি তিন জন মারা গেছেন চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে। দেশের বাকি পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

সারাবাংলা/এসবি/এসএসএ

টপ নিউজ নমুনা পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর