Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়িকা শিমু হত্যা: বন্ধুসহ স্বামী নোবেল ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৮:১০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২৩:২২

ঢাকা: বাংলা চলচ্চিত্রের অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) শুনানি শেষে সন্ধ্যায় ঢাকার জুডিশিয়াশাল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে কেরানীগঞ্জ মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই চুন্নু মিয়া আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি শুনানিতে বলেন, আসামিদের দণ্ডবিধি আইনের ৩০২ ও ৩৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। কেন একজন নায়িকাকে হত্যা করলো? এর পেছানোর রহস্য কি? হত্যার উদ্দেশ্য উদ্ঘাটনের জন্য আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করছি।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা চুন্নু মিয়া আদালতকে বলেন, ঘটনাটি চাঞ্চল্যকর। ঢাকার অদূরে থেকে একজন নায়িকাকে হত্যা করে গোপন করার জন্য কেরানীগঞ্জে লাশ ফেলে যায়। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জাড়িত রয়েছে তা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করছি।

শুনানি শেষে বিচারক দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ২৭ ফেব্রুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

তবে এদিন আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না।

এর আগে গতকাল সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বর্তমানে তার লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে রাখা হয়েছে। মর্গে শিমুর স্বামী ও গাড়িচালক ফরহাদ গেলে সোমবার তাদের গ্রেফতার করে র‌্যাব। এরপর নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএসএ

টপ নিউজ নায়িকা শিমু হত্যা

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর