Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৭:১৬

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাহেদুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মোঘলটুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাহেদুল ইসলাম কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের তোজামের ছেলে।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তাহেদুল বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে তার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে মোঘলটুলি এলাকায় পৌঁছালে বগুড়ামুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া অব্যহত রয়েছে।

সারাবাংলা/এসএসএ

গোবিন্দগঞ্জ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর