Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট চলবে ভার্চুয়ালি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৬:৪৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৮:৫৩

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ ভার্চুয়ালি পরিচালিত হবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বুধবার (১৯ জানুয়ারি) থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে, মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচার কাজের শুরুতে প্রধান বিচারপতি বলেছিলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। এদিকে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

এরপর উচ্চ আদালতের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করতে মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার থেকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে।

সারাবাংলা/কেআইএফ/একেএম

ভার্চুয়াল আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর