‘চিত্রনায়িকা শিমুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে’
১৮ জানুয়ারি ২০২২ ১৬:১৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৮:১১
ঢাকা: চিত্রনায়িকা রাহিমা ইসলাম শিমুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয় শিমুর।
মিটফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘মৃত ওই নারীর গলায় দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রশি অথবা ওই জাতীয় কিছু গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
সোহেল মাহমুদ আরও বলেন, ‘তবু মৃত নারীর শরীর থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত্যুর আগে ধর্ষিত হয়েছিলেন কিনা তা জানতেও ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।’
অন্যদিকে, দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা শিমুকে তার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল হত্যা করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। মঙ্গলবার পুলিশ সুপার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। হত্যাকাণ্ডে আসামির বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ জড়িত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘নায়িকা শিমু হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার আগেই জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। এ ঘটনায় শিমুর স্বামী নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে মরদেহ লুকানোর কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন আলামত।’
এর আগে গতকাল সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জের আলিপুর ব্রিজ সংলগ্ন কদমতলীর এলাকায় সকালে স্থানীয় লোকজন একটি বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয়য়। পরে পুলিশ অজ্ঞাত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার করা লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে নিহতর বড় ভাই এস আই খোকন বোনের মৃতদেহ শনাক্ত করেন।
আরও পড়ুন:
শিমুর স্বামী ও চালককে নিয়ে অভিযানে র্যাব, গাড়িতে রক্তের ছাপ
সারাবংলা/এসআর/এমও