হুইপ স্বপনের বাবার মৃত্যু
১৮ জানুয়ারি ২০২২ ০৯:০৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১১:৪৯
জয়পুরহাট: জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা মো. শরীফ উদ্দিন মন্ডলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। প্রায় দেড় মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন মো. শরীফ উদ্দিন মন্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এবং জয়পুরহাট সদর উপজেলার নিজ গ্রামে রামকৃষ্ণপুরে বেলা সাড়ে ১১ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা মো. শরীফ উদ্দিন মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সারাবাংলা/এমও