মিরকাদিমে বিনামূল্যে চিকিৎসা দিলো যমুনা ব্যাংক ফাউন্ডেশন
১৭ জানুয়ারি ২০২২ ১৯:১৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ২০:০০
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসাসেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ, হৃদরোগ ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ক্যাম্পে গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষদের মধ্যে কম্বলও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যমুনা ব্যাংকের নিকটস্থ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
চিকিৎসা শিবিরে ৪ হাজার ৫৬২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৫০১ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
সারাবাংলা/টিআর
ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা যমুনা ব্যাংক ফাউন্ডেশন