Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের উপর অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ২০:০২

ফাইল ছবি

বগুড়া: বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিষা রহমান স্বর্ণা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে।

মনিষা নারুলী ধাওয়াপাড়া এলাকার সোহেল রানার মেয়ে এবং চেলোপাড়া ইসলামিক মিশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশুনা করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

স্বর্ণার আত্মীয়দের বরাত দিয়ে আমিনুল ইসলাম জানান, স্বর্ণার মানসিক সমস্যা ছিল। সংসারের কাজ বেশি করার কারণে সকাল মায়ের উপর অভিমান করে আকাশতারা এলাকায় দিনাজপুর থেকে সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, লাশের সুরতহাল করা হয়েছে। রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

ট্রেনের নিচে ঝাঁপ স্কুলছাত্রীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর