Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়া যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৯:২২

ঢাকা: ব্যাংকের মূলধনের ২৫ শতাংশের বেশি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণসুবিধা দেওয়া যাবে না। পাশাপাশি অতিরিক্ত খেলাপি ঋণ থাকলে বড় অঙ্কের ঋণ দেওয়ার ক্ষমতাও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’থেকে নতুন বিধি-নিষেধ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নতুন এই বিধিনিষেধ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের নতুন বিধি-নিষেধে বলা হয়েছে— কোনো ব্যাংকের ৩ শতাংশের বেশি এবং ৫ শতাংশের কম খেলাপি ঋণ থাকলে ওই ব্যাংক তাদের মোট ঋণের ৪৬ শতাংশ বড় ঋণ দিতে পারবে। পাশাপাশি ব্যাংকগুলোর ঋণ বিতরণের ক্ষমতা ১০ শতাংশ কমানো হয়েছে।

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ঋণের ৫ শতাংশ পর্যন্ত খেলাপি ঋণ থাকলে ৫৬ শতাংশ বড় অঙ্কের ঋণ দিতে পারত। পাঁচ শতাংশের বেশি থেকে ১০ শতাংশের কম খেলাপি ঋণ থাকলে মোট ঋণের ৪২ শতাংশ বড় অঙ্কের ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। আগে বড় অঙ্কের ঋণ দেওয়া হত ৫২ শতাংশ।

বিজ্ঞপ্তিতেতে আরও বলা হয়েছে— ১০ শতাংশের বেশি এবং ১৫ শতাংশের কম খেলাপি ঋণ থাকলে ৩৮ শতাংশ বড় অঙ্কের ঋণ দিতে পারবে। আগে এ ক্ষেত্রে ৪৮ শতাংশ বড় অঙ্কের ঋণ দেওয়া যেত। এতে আরও বলা হয়েছে, ১৫ শতাংশের বেশি থেকে ২০ শতাংশের কম খেলাপি ঋণ থাকলে ৩৪ শতাংশ বড় অঙ্কের ঋণ দেওয়া যাবে। আগের নিয়মে ঋণ দেওয়া যেত ৪৪ শতাংশ। নতুন নিয়মে ২০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে ৩০ শতাংশ বড় অঙ্কের ঋণ দেওয়া যাবে। আগের নিয়মে এ ক্ষেত্রে ৪০ শতাংশ বড় অঙ্কের ঋণ দেওয়া যেত।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— কোনো ব্যাংকের মূলধনের ২০ শতাংশের পরিবর্তে এখন থেকে বড় অঙ্কের ঋণ দেওয়া যাবে ১০ শতাংশ। একক কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে প্রদত্ত ঋণসুবিধা কোনোভাবেই ব্যাংকের মূলধনের ২৫ শতাংশের বেশি হতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগে ছিল ৩৫ শতাংশ।

সারাবাংলা/জিএস/একে

ঋণখেলাপি তফসিলী ব্যাংক বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর