Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুক্তি হলেও রাশিয়ার ভ্যাকসিন পাইনি: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৮:০৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৯:১১

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ চলছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় প্রস্তুত করা কোভিশিল্ড ভ্যাকসিন দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিনও প্রয়োগ করা হয়। রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিনের চুক্তি করা হয়। তবে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। আর তাই চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে রাশিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিন, দুপুর ১টায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘রাশিয়ান অ্যাম্বাসেডর এসেছিলেন ভ্যাকসিনের বিষয়ে কথা বলতে। রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের চুক্তি করেছিলাম, সেটা এখনো আছে। তবে আমরা এখনো তাদের কাছ থেকে চুক্তির ভ্যাকসিন পাইনি। আমরা চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেছি। ভ্যাকসিনের দুটি করে ডোজ লাগে, আমরা বলেছি দুটি ডোজ একসঙ্গে দিতে হবে।’

তিনি আরও বলেন, “রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তাদের আরেকটি নতুন ভ্যাকসিন আছে ‘স্পুটনিক লাইট’। আমরা সেটার কাগজপত্র দিতে বলেছি, ওষুধ প্রশাসনের ডিজি প্রয়োজনীয় কাগজপত্র দেখবেন। পরে এটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো। এখন যে চুক্তি আছে সেই টিকাগুলো দিলে আমাদের ভালো হবে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা এখন ৬০ বছর। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়েছি। এখনও প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। আমাদের ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু সুরক্ষা অ্যাপসের ওপরই নির্ভরশীল না। আমরা বলেছি, বার্থ সার্টিফিকেট নিয়ে আসেন, কোনো পত্র না আনলেও ভ্যাকসিন দিয়ে দেবো। দরকার হলে আমরা একটা কার্ড ফিলাপ করে দেবো। স্কুল কর্তৃপক্ষকে বলা আছে, তাদের লিস্ট অনুযায়ী আমরা ভ্যাকসিন দিচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

রাশিয়ার ভ্যাকসিন রাশিয়ার রাষ্ট্রদূত স্পুটনিক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর