পানি সম্মেলন শুরু ২০ জানুয়ারি
১৭ জানুয়ারি ২০২২ ১৭:৫৮
ঢাকা: আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘৭ম আন্তর্জাতিক পানি সম্মেলন-২০২২। সম্মেলনের এবারে প্রতিপাদ্য ‘তিস্তা নদী অববাহিকা: সংকট উত্তরণ ও সম্ভাবনা’। এই সম্মেলনের আয়োজন করছে একশন এইড বাংলাদেশ। সোমবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের বিষয়টি মাথায় রেখে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন, যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
তিস্তা নদীর অববাহিকায় বিদ্যমান সংকট ও সম্ভাবনার উপর আলোকপাত হবে এই সম্মেলনে। এবারের সম্মেলনের উদ্দেশ্য হলো তিস্তা নদীর রূপতত্ত্ব, নৃতাত্ত্বিক বিষয় এবং আঞ্চলিক বিরোধের উপর তথ্য-উপাত্ত সংগ্রহ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতীয় পর্যায়ের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা যাতে করে এই সমস্যাটির একটি সমাধান হয়।
তিনদিনের এই সম্মেলনটি সরকারি-বেসরকারি কর্তৃপক্ষ, এনজিও, দাতা সংস্থা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, সুশীল সমাজ, শিক্ষাবিদ, পানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ, এবং তৃণমূল পর্যায়ের জনগনকে তিস্তা নিয়ে একত্রিত হয়ে আলোচনা করার জন্য একটি বড় প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও জাপান, সুইডেন, ব্রুনাই, নেপাল ও ভারতের নদী ও পানি বিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেবেন।
সারাবাংলা/ইএইচটি/এমও