Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ডিআইজি প্রিজনসকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৬:২৯

ঢাকা: কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা ও ময়মনসিংহের ডিআইজি প্রিজনসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন ঢাকা বিভাগের ডিআইজি প্রিজনস টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজনস জাহাঙ্গীর হোসেন।

সোমবার (১৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

এর আগে, গত ৬ জানুয়ারি তাদেরকে তলব করে সদর দফতরের কারা মহাপরিদর্শক বরাবর নোটিশ দেয় দুদক।

নোটিশে অভিযোগের বিষয়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, অর্থের বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা ও লেনদেন এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এসজে/একে

টপ নিউজ ডিআইজি প্রিজনস দুদক দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর