Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিক নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিপর্যয় ঘটেছে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৫:০৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৬:৩০

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি তার বাসভবনে গতকাল অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী ব্রিফিংকালে একথা বলেন।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।’

তিনি বলেন, ‘ইভিএম এ ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিলো তারা এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।’

অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ নাসিক নির্বাচন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর