Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ‘প্রেমিক’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১১:৪৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৪:৫১

চট্টগ্রাম ব্যুরো: অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় সহপাঠী প্রেমিকার ওপর প্রতিশোধ নিতে ফেসবুকে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর থেকে ওই যুবককে গ্রেফতার করেছে র‌্যাবের একটি টিম। গ্রেফতার রবিউল আউয়ালের (২২) বাড়ি বাঁশখালীর দক্ষিণ সাধনপুর গ্রামে। বাসা চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায়।

বিজ্ঞাপন

র‌্যাবের চট্টগ্রাম জোনের সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী সারাবাংলাকে জানান, রবিউল চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি ওই মেয়ের বিয়ে হয়ে গেলে ক্ষুব্ধ হয় রবিউল। স্বামীর সঙ্গে মেয়েটির বিচ্ছেদ ঘটানোর পরিকল্পনা করে।

তিনি বলেন, ‘মাসখানেক আগে ওই মেয়ের স্বামীর সঙ্গে বাঁশখালীর গুণাগরী বাজারে সাক্ষাত হয় রবিউলের। সে ওই ব্যক্তিকে অটোরিকশা থেকে নামিয়ে তার সামনে মেয়েটির কিছু ছবি দিয়ে নানা অশ্লীল কথা বলে। গত ৭ জানুয়ারি ভুক্তভোগী মেয়েটি ফেসবুকে দেখেন, তাকে পতিতা সম্বোধন করে স্ট্যাটাস দিয়ে রবিউল তার কিছু অশ্লীল ছবিও এর সঙ্গে জুড়ে দিয়েছে। মেয়েটির স্বামী পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। মূলত প্রেমের সম্পর্ক থাকার সময় তোলা কিছু ছবিকে এডিট করে রবিউল ফেসবুকে ছেড়ে দেয়।’

একই ধরনের অশ্লীল ছবি ও কুরুচিপূর্ণ লেখা বিভিন্নজনের ফেসবুকের কমেন্টবক্স এবং মেসেঞ্জারেও রবিউল ছড়িয়ে দেয় বলে জানান পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

অশ্লীল ভিডিও চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর