চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪২
১৭ জানুয়ারি ২০২২ ১১:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৩:৫০
চট্টগ্রাম ব্যুরো: এক দিনের ব্যবধানে প্রায় ২০০ বেড়ে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত সংখ্যা ৭৪২ এ দাঁড়িয়েছে। একই সময়ের মধ্যে তিন জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৭ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭৪২ জনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে, ৫৯৭ জন নগরীর এবং ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মহানগরের বাইরে করোনায় আক্রান্ত হিসেবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে পটিয়া উপজেলায়, ২৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নগরীর বাসিন্দা।
এদিকে, নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৮৮৩ জনের। এ হিসেবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।
অন্যদিকে, রোববারের প্রতিবেদনে চট্টগ্রামে ৫৫০ জন আক্রান্তের তথ্য এসেছিল। এ হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯২ জন।
প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, ২১ মাসে চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে এক লাখ পাঁচ হাজার ৭১৯। মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৩৮।
সারাবাংলা/আরডি/একেএম