Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৮:৪৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে মীর আবদুল হান্নান (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে মোহাম্মাদপুর বছিলা থেকে পুলিশের ওই কর্মকর্তাকে উদ্ধার করেন স্বজনরা। তিনি বাংলাদেশ আর্মস পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক (এবি) হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

হান্নানের আত্মীয় আব্দুল মোমেন জানান, বেলা ৩টার দিকে মোহাম্মদপুর বছিলার রাস্তায় পথচারীরা অচেতন অবস্থায় হান্নাকে পড়ে থাকতে দেখেন। এ সময় হান্নানের ফোন থেকেই পথচারীরা তাদেরকে কল দেয়। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

স্বজনরা জানায়, কর্মস্থল থেকে ছুটি নিয়ে আজ দুপুরে তিনি গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার পথে পথে এই ঘটনার শিকার হন। তবে তার কাছ থেকে কী খোয়া গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তার ব্যবহৃত ফোনটি সঙ্গেই পাওয়া গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে অচেতন অবস্থায় পুলিশ কর্মকর্তাকে হান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পাকস্থলি ওয়াশ করার পর তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

অজ্ঞান পার্টি পুলিশ কর্মকর্তা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর