Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৫ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত দিয়েছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৮:৩৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৮:৪৩

হিলি: সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে মাদরাসার দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। রোববার (১৬ জানুরি) বিকেল ৫টার দিকে সীমান্তের ২৮৫/১০ এস পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুই শিক্ষার্থী হলেন হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন এবং আরমান আলীর ছেলে রিফাত হোসেন। তারা দুজনই আলীহাট গাজি আমিনীয়া মাদ্রসার ছাত্র।

তিনি জানান, সকালে দিকে দুই শিক্ষার্থীকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে ওই দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে বিএসএফে চিঠি পাঠানো হয়। বিকেল ৫টার দিকে একই পিলার সংলগ্ন পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিক্ষার্থীদের ফেরত দিয়েছে বিএসএফ। পরে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, রোববার সকালে ওই দুই ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন দিয়ে সীমান্তের দিকে ঘুরতে আসে। এসময় ভুল করে ওই দুই ছাত্র সীমান্তের ২৮০/১০ এস পিলার অতিক্রম করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

আরও পড়ুন— হিলি সীমান্ত থেকে ২ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ দুই শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর