Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৃশ্যমান কারচুপি না হলে জনরায় মেনে নেব: তৈমুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৭:৪৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৯:০৬

নারায়ণগঞ্জ থেকে: কোনো ধরনের গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। বড় ধরনের কোনো বির্তক না হলে ফলাফল মেনে নেব বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে বিতর্কিত কিছু হয়েছে কিনা সেটি দেখতে হবে। কারণ ইভিএমে ভোট গ্রহণের বিষয়ে আমাদের শঙ্কা আছে। তবে আমি আবারও বলছি, নির্বাচনে দৃশ্যমান কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব।’

এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তার প্রতীক হাতি।

রোববার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।

এরইমধ্যে ১৯২ কেন্দ্রের মধ্যে ৩০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ফলে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ২৩ হাজার ১৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ১২ হাজার ৫০৮ ভোট।

 

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর