Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিক ভোটে ‘ভালো’ উপস্থিতির কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৪:২৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৬:৫৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটার উপস্থিতি ‘তুলনামূলকভাবে ভালো’ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট চলছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন সকাল ৮টায় সিটির ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট।

বিজ্ঞাপন

ভোট শুরুর পর সিটির ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। এসময় তিনি ভোটারসহ ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন-

পরে কেন্দ্র পরিদর্শন শেষে রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। প্রথম চার ঘণ্টায় ভোটের হার ভালো ছিল। ভোটারের উপস্থিতিও ভালো রয়েছে। আশা করছি ভালো ভোট পড়বে। তবে এসময় ভোটের হার নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদের বলেন, সকাল থেকেই ভোটার উপস্থিতি ভালো। নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।

কোথাও কোথাও ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক বলেন, সকালের দিকে কিছু কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে। কিছু মেশিনে (ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম) সমস্যা ছিল। তবে সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন চার জন। এর আগে ২০১১ সালে এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৬৯ শতাংশ। ২০১৬ সালের দ্বিতীয় নির্বাচনে ভোট পড়েছিল ৬২ দশমিক ৩৩ শতাংশ।

সারাবাংলা/টিআর

নাসিক নির্বাচন নাসিকে ভোট রিটার্নিং কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর