Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি ধনকুবের খুঁজছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২ ১৬:২৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৬:৪৭

ইমরান খান, ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী শিখ, আফগান এবং চীনসহ বিদেশি ধনীদের স্থায়ী নাগরিকত্ব প্রদানের জন্য পরিকল্পনা করেছে পাকিস্তান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এই পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। খবর হিন্দুস্তান টাইমস।

গতকাল শনিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে এক টুইট বার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

ওই টুইটে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, ‘নতুন প্রকল্পটি নতুন জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। যা গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।’

তিনি আরও বলেন, ‘নতুন জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও তার ভিত্তিতেই ভূ-অর্থনীতিকে ঘোষণা করেছে পাকিস্তান। সে আলোকে বিদেশি নাগরিকদের জন্য স্থায়ী আবাসিক প্রকল্পের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নীতি অনুযায়ী বিনিয়োগ করার মাধ্যমে দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাবেন বিদেশিরা।’

এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্র জানিয়েছে, গত আগস্টে কাবুল ত্যাগ করা আফগান নাগরিক যারা তুরস্ক, মালয়েশিয়া এবং অন্যান্য কিছু দেশে চলে গিয়েছে। তাদের আকৃষ্ট করতে এই নীতি ঘোষণা করা হয়েছে বলে জানান ফাওয়াদ চৌধুরী। তাদের প্রণোদনা দেওয়া দরকার বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখদের উদ্দেশ্য করেও এই পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা কর্তারপুর করিডোরে মতো ধর্মীয় স্থানগুলোতে বিনিয়োগ করতে ইচ্ছুক, কিন্তু তার জন্য কোনো উপায় ছিল না।’

বিজ্ঞাপন

ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ‘এই পরিকল্পনার তৃতীয় উদ্দেশ্য হলো চীনা নাগরিকদের উদ্বুদ্ধ করা, যারা পাকিস্তানে শিল্প ইউনিট স্থানান্তর করতে বা স্থাপন করতে চায়।’

‘এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। যার মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো বিদেশিদের রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগের অনুমতি দিয়েছে পাকিস্তান’- বলেন পাকিস্তানের এই তথ্যমন্ত্রী।

সারাবাংলা/এনএস

টপ নিউজ পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর