Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জন: রাজউকের সাবেক কর্মকর্তার স্ত্রীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৪:৩৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৫:৩৩

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সাবেক হিসাব রক্ষক কর্মকর্তা তাহমিদ ইসলাম মিলনের স্ত্রী নেকলেস ইসলাম পলিপের বিরুদ্ধে দুদকের মামলায় পৃথক দুই ধারায় চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নেকলেস ইসলামে বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার মো. ওবায়দুল।

জানা যায়, দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় নেকলেস ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় তাকে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ২৮ লাখ ২৫ হাজার ৪৬০ টাকা অর্থদণ্ড করেন। এছাড়া অসাধু উপায়ে অর্জিত ২৮ লাখ ২৫ হাজার ৪৬০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এদিকে নেকলেস ইসলামকে দেয়া দুই ধারার একত্রে চলবে বলে আদালত আদেশে উল্লেখ করেন। সে ক্ষেত্রে তাকে তিন বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

উল্লেখ্য, নেকলেস ইসলাম একজন গৃহিনী। তার দৃশ্যমান কোনো আয়ের উৎস নেই। তার স্বামী তাহমিদুল ইসলাম ১৯৯১ সাল থেকে কনিষ্ঠ হিসাব সহকারী ও ২০০২ সাল মামলা দায়ের হওয়া পর্যন্ত রাজউকের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্বামীর দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে নেকলেস ইসলাম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে ২০১৫ সালের ৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলে নোটিশ দেয় দুদক।

বিজ্ঞাপন

নেকলেস ইসলাম ২৮ অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণীতে ১৪ লাখ ১২ হাজার ২৪০ টাকার সম্পদ প্রদর্শন না করে তথ্য গোপন করেন। মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করে নিজ নামে অর্জিত ৯৬ লাখ ৯৫ হাজার ২৪০ টাকার সম্পদের মধ্যে ৩৫ লাখ সাত হাজার ২৪০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখেন।

এ ঘটনায় ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন রাজউক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর