Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সংলাপে আ.লীগের প্রতিনিধি দলে ১০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ০৯:৩৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৯:৪২

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে সংলাপে অংশ নিতে প্রতিনিধি দল চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন ১০ জন।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় আওয়ামী লীগের এই প্রতিনিধি দল রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনে যাবে। তবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কমও হতে পারে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন— আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এর আগে, গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে আওয়ামী লীগকে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সংলাপে প্রতিনিধি সংখ্যা সীমিত করার পাশাপাশি সবার কোভিড-১৯ নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পর্যন্ত ১৬ দিনে রাষ্ট্রপতি মোট ৩১টি দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এর মধ্যে বিএনপি, সিপিবিসহ পাঁচটি দল সংলাপ বর্জন করেছে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। নতুন নির্বাচন কমিশনের ওপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ পরবর্তী পাঁচ বছরের সব ধরনের নির্বাচনের দায়িত্ব থাকবে।

সারাবাংলা/এনআর/টিআর

আ.লীগের প্রতিনিধি দল আওয়ামী লীগ টপ নিউজ রাষ্ট্রপতির সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর