আগুনে পুড়ল শ্যামপুরে পোশাক কারখানা
১৬ জানুয়ারি ২০২২ ০৭:২১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৭:৫৪
ঢাকা: রাজধানীর পোস্তাগোলার শ্যামপুরে একটি পোশাক কারখানায় আগুন লাগে মধ্যরাতে। শুরুতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং পরে আরও চারও ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ৯ ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আলম গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হালিম আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে ব্রিফ করেন সাংবাদিকদের।
শ্যামপুরের লাল মসজিদের পাশে সাত তলা ভবনটিতে আলম গার্মেন্টস নামে ওই পোশাক কারখানাটি রয়েছে। ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন অন্য তলা ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়নি।
আব্দুল হালিম বলেন, আমরা রাত ১১টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। ধোঁয়ার কারণে কাজে সমস্যা হচ্ছিল। পরে আরও চারটি ইউনিট কাজে যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে হতাহতের তথ্য নেই। তবে আমরা চতুর্থ তলাসহ আরও কয়েকটি তলা থেকে সাত জনকে উদ্ধার করেছি। আর তদন্তের পর আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো যাবে।
সারাবাংলা/ইউজে/টিআর