Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ২১:২৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২১:১১

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। ক্যাম্পাসে ভিসি ভবনের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আন্দোলনরত সিরাজুন্নেছা চৌধুরী হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, হলের প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামে। এসময় তারা ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় অবস্থান নেন। আন্দোলনে সংহতি প্রকাশ করে কিছু সংখ্যক ছাত্রও এসে কর্মসূচিতে যোগ দেন। এই অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে আটকা পড়ে। এ সময় ছাত্রলীগ কর্মীরা এসে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের গোল চত্বরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির এসময় উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফসহ কয়েকজন জানিয়েছেন, অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে গেলে তারা (আন্দোলনরত শিক্ষার্থীরা) বাধা দেয়। তখন এ নিয়ে আমাদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।

প্রক্টর আলমগীর কবির বলেন, একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে সেখানে কয়েকজন শিক্ষার্থী যান। আন্দোলনরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স যেতে বাধা দিলে ধাক্কাধাক্কি হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরের পর থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শাবিপ্রবির নারী শিক্ষার্থীরা। এর আগে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের বিভিন্ন সমস্যা সমাধান ও হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা।

বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত তারা বিক্ষোভ করলেও হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো দাবি-দাওয়া আমলে নেয়নি। শিক্ষার্থীদের নিয়ে তারা বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করছেন না। এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার দুপুরের পর থেকে ক্যাম্পাসে উপাচার্য ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে বলেন, হল প্রভোস্টকে পদত্যাগ করতে হবে, হলের ভেতরের অব্যবস্থাপনা দূর করতে হবে এবং অবিলম্বে ছাত্রীবান্ধব হল প্রভোস্ট নিয়োগ দিতে হবে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ছাত্রীদের আন্দোলন টপ নিউজ বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হল শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর