Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ব্যক্তির নির্দেশে সব কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে: ডা. জাফরুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৮:২৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এক ব্যক্তির নির্দেশে দেশের সব কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরউল্লাহ খান চৌধুরী লাহরীর স্মরণে এ সভা আয়োজন করা হয়।

ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘ঘুষ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় সর্বস্তরে গেড়ে বসেছে। সরকারি প্রশাসন ও চিকিৎসাসেবা থেকে শুরু করে, সর্বোচ্চ বিচার ব্যবস্থার ক্ষেত্রেও এর প্রতিফলন দগদগে ঘায়ের সৃষ্টি করেছে। তারই প্রমাণ ইমান আলীদের মতো ব্যক্তিদের হতাশ হয়ে দীর্ঘ ছুটিতে যাওয়া।’

এক ব্যক্তির নির্দেশে দেশের সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘যেকোনো মামলায় জামিন পাওয়ার অধিকার মানুষের জন্মগত। অথচ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন মিলছে না। তার উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলিয়ে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প কোনো পথ নেই।’

সভাপতির ভাষণে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেকমন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বায়ান্ন, বাষট্টি ও ঊনসত্তরের পথ অনুসরণ করে অচিরেই এক প্রচণ্ড গণ-বিস্ফোরণের মাধমে এদেশের ছাত্র-জনতা স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে। রোগ শয্যায় শায়িত দেশনেত্রী খালেদা জিয়া আলোকবর্তিকা হিসেবে দেশবাসীকে আজ সংগ্রামের পথ প্রদর্শন করে চলেছেন। সেদিন বেশি দূরে নয় যখন এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক শাসকগোষ্ঠীও অতীতের ন্যায় নির্মমভাবে জনতার রুদ্ররোষে নিশ্চিহ্ন হয়ে যাবে।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী মো. নজরুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শফিউদ্দিন ভূইয়া, আলহাজ্ব মো. সেলিম মাস্টার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর