Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৪৪৭ সংক্রমণ শনাক্ত, মৃত্যু আরও ৭ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৭:৩৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৮:০১

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ গত কয়েকদিন গাণিতিক হারে বাড়লেও বিগত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। আগের দিন ৪ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৩ হাজার ৪৪৭। এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত সাত জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে মারা যান ছয় জন।

এদিকে নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও কিছুটা কমেছে। আগের দিনের ১৪ দশমিক ৬৬ শতাংশের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৪ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞাপন

শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৪টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২৩ হাজার ২১১টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ২৮টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৮ লাখ ৩২ হাজার ১২০টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ৪৯ হাজার ৯১১টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৬ লাখ ৮২ হাজার ২০৯টি।

দেশে আগের দিন ৪ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ৪৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনের শরীরে।

বিজ্ঞাপন

শনাক্তের হার কিছুটা কমেছে

আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টাতে এই হার কিছুটা কমে হয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ২৯৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৯ শতাংশ।

২৪ ঘণ্টায় ৭ মৃত্যু

আগের দিন দেশে করোনা সংক্রমণ নিয়ে ছয় জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে সাত জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ১৩৬ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী। এর মধ্যে চার জন সরকারি ও তিন জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বয়স ও বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে সাত জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে- ৬১ থেকে ৭০ বছর বয়সী তিন জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী দুই জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী এক জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী এক জন রয়েছে। এদিকে, মৃত এই সাত জনের মধ্যে চার জন ঢাকা বিভাগের। বাকি তিন জনের মধ্যে দুই জন সিলেট ও এক জন বরিশাল বিভাগের। দেশের বাকি পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনাভাইরাস মৃত্যু সংক্রমণ সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর