Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে নতুন করে করোনা আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২ ১৫:১৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৭:২৫

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৬৮ হাজার জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ছয় হাজার ৪১ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানানো হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৪০২ জন।

এদিকে, ভারতে এ পর্যন্ত তিন কোটি ৬৭ লাখ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে চার লাখ ৮৫ হাজার ৭৮০ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুরো দেশে এ পর্যন্ত ১৫৬ কোটি দুই লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

সারাবাংলা/একেএম

করোনা আক্রান্ত ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর