ভেড়া আনতে মাঠে গিয়ে ধর্ষণের শিকার শিশু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৩:০৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৫:৪১
১৫ জানুয়ারি ২০২২ ১৩:০৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৫:৪১
পটুয়াখালী: ভেড়া আনতে মাঠে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী (১১)। এই অভিযোগে শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আবু সালেহ হাওলাদার (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিক্ষার্থীর দাদা।
অভিযুক্ত আবু সালেহ কাছাবুনিয়া গ্রামের মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাছাবুনিয়া গ্রামের ওই শিক্ষার্থী বাড়ির পাশের একটি মাঠ থেকে ভেড়া আনতে যায়। এ সময় আবু সালেহ তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আবু সালেহ পালিয়ে যায়।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামিকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
সারাবাংলা/এএম