Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ চাহিদাসম্পন্নদের ভ্যাকসিন প্রয়োগে বিশেষ উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২২ ২৩:৩৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ২৩:৩৮

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে এবার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট এলাকার সমাজসেবা কর্মকর্তাদের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কেন্দ্রে এনে ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন প্রতিকূলতা বিবেচনায় সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তারা তাদের অধীন এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া সহজ করতে নির্ধারিত কেন্দ্রে এনে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে ভ্যাকসিন প্রদানকারীদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

ফাইল ছবি

সারাবাংলা/এসবি/টিআর

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ভ্যাকসিন প্রয়োগ সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর