বাসচাপায় প্রাণ গেল ২ সিএনজি অটোরিকশা যাত্রীর
১৪ জানুয়ারি ২০২২ ২০:৫৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ২১:০৩
কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বাসের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও তিন জন।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঈদগাঁওর চান্দের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— চকরিয়া উপজেলার জিশান (২৩) ও খুটাখালী এলাকার ছেনুয়ারা বেগম (৪৫)। রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এসআই মুজিবুর রহমান বলেন, চট্টগ্রামের দিকে যাচ্ছিল পূর্বাণী নামের একটি যাত্রীবাহী বাস। কক্সবাজারের দিকে থাকা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এসময় দুর্ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান।
বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি এবং ধাক্কা দেওয়া বাসটিও দুর্ঘটনাস্থলে রয়েছে।
খবর পেয়ে সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এসআই মুজিবুর জানান, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/টিআর