১২ কোটি টাকার আইস ফেলে দৌড়
১৪ জানুয়ারি ২০২২ ১৬:৩১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১৬:৪৮
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে আড়াই কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে কোস্টগার্ড। সন্দেহভাজন এক ব্যক্তিকে কোস্টগার্ড ধাওয়া দিলে তিনি একটি ব্যাগ ফেলে যান। ওই ব্যাগ থেকেই প্রায় ১২ কোটি টাকা সমমূল্যের আইসের চালানটি পাওয়া যায়।
শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এন আব্দুর রহমান জানান, ক্রিস্টাল মেথ বা আইসের একটি চালান পাচারের গোপন তথ্য ছিল আমাদের কাছে। সেই সংবাদের ভিত্তিতে ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলে অভিযান চালান বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক।
তিনি বলেন, ওই সময় একজন মানুষ ব্যাগ হাতে সাগরের দিক থেকে ঝাউ বাগানের দিকে যাচ্ছিলেন। কোস্টগার্ড সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি ব্যাগ ফেলে দৌড়ে পাশের গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১২ কোটি টাকা মূল্যের আড়াই কেজি আইস উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, জব্দ করা মাদক পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর