Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২২ ১২:৩৪

খাগড়াছড়ি: অপহরণের প্রায় ৪ মাস পর চট্টগ্রামের একটি আবাসিক এলাকা থেকে উদ্ধার হলো অপহৃত কিশোরী। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলায় গ্রেফতার করা হয়েছে স্বরূপ দে নামক একজনকে।

খাগড়াছড়ি সদর থানার উপ পুলিশ পরিদর্শক বিকিরণ চাকমা ও এএসআই আরাফাত রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গত বছরের ৬ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরের সিংগিনালা এলাকার শ্যামল দে’র মেয়ে মুক্তা দেকে অজ্ঞাতনামা লোকজন অপহরণ করেছে মর্মে মামলা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে প্রায় ৪ মাস ৮ দিন পর গতকাল রাত ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের অভিযোগে স্বরুপ দে নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম ও অপহরণের অভিযোগে গ্রেফতার দুজন বিয়ে করেছে দাবি করলেও এই বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা।

সারাবাংলা/এসএসএ

অপহৃত কিশোরী খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর