Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীপুরে পুকুর থেকে উদ্ধার ছাত্রলীগ নেতার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২২ ০০:৪৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ০০:৪৭

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, এক যুবলীগ নেতার ছেলেকে ‘শাসন’ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কাওরাইদ ইউনিয়নের একটি পুকুর থেকে ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেখ নয়ন (২৮) কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মোহাম্মদ আব্দুলের ছেলে। কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, শেখ নয়নকে হত্যার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতার নাম খাইরুল ইসলাম মীর (৩৫)। তিনি কাওরাইদ গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শেখ নয়ন ঘটনাটি মীমাংসা করতে যুবলীগ নেতা খাইরুলের ছেলে অনুভবকে ডেকে নিয়ে ‘শাসন করেন’। পরে নয়নকে আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে দৌড়ে পালাতে গিয়ে তিনি আওয়ামী লীগ কার্যালয়ের পেছনের পুকুরে পড়ে যান। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নয়নের বড় ভাই রতন মিয়া জানান, বিকেলে কাওরাইদ বাজারে কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে ঘিরে যুবলীগ নেতা খাইরুলের ছেলে অনুভবের (১৪) সঙ্গে মাঠের অন্য ছেলেদের বাগবিতণ্ডা হয়। পরে মাঠের অন্য ছেলেরা ছাত্রলীগ নেতা নয়নের কাছে বিষয়টি জানিয়ে বিচার দেয়। নয়ন অনুভবকে ডেকে শাসন করেন।

রতন মিয়া বলেন, কিছু সময় পর খাইরুল ছেলে অনুভবকে শাসন করার কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে আটকে রেখে লাঠিসোঠা দিয়ে মারধর করা হয় নয়নকে। এতে তার মাথা ফেটে যায়।

বিজ্ঞাপন

রতন মিয়া আরও জানান, ভাইকে আটকে রাখার খবর পেয়ে তিনি আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নয়নকে খুঁজতে থাকেন। কিছু সময় পর অফিসের পাশের পুকুর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্তে সাপেক্ষে বিস্তারিত জানাতে পারব।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত জানতে কাজ চলছে।

সারাবাংলা/টিআর

ছাত্রলীগ নেতার মরদেহ টপ নিউজ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর